ঢাকা , শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ , ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে নীরোগ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১০:৫৮:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১০:৫৮:১৭ অপরাহ্ন
উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে নীরোগ ফাউন্ডেশন
আজ (২৭ ডিসেম্বর ২০২৪), দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল নীরোগ ফাউন্ডেশন। দেশ–বিদেশের শুভাকাঙ্ক্ষী ও দাতাবৃন্দের সহযোগিতায় সংস্থাটি ২২০টি শীতবস্ত্র উপহার দিয়েছে।

প্রথম ধাপে, বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ীতে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ে সকালে ১২০টি কম্বল বিতরণ করা হয়। পরে বিকেলে উপজেলার বিভিন্ন অঞ্চলে ১০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. শাহিদুর রহমান, জেজেএস-এর নির্বাহী পরিচালক ও সাংবাদিক মো. ইউসুফ আলী, উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোছা. ফাহিমা বেগম এবং নীরোগ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

নীরোগ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. ফারজুল ইসলাম বলেন, "উত্তরাঞ্চলের তৃণমূল মানুষ দীর্ঘদিন ধরেই নানা সুবিধা থেকে বঞ্চিত। আমরা চাই তাদের পাশে দাঁড়াতে। এ বছর আমাদের লক্ষ্য ২,০০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা। সকল শুভাকাঙ্ক্ষী ও দাতাদের প্রতি আহ্বান, আপনারা আমাদের পাশে থাকুন। আপনার সহযোগিতায় শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ