ঢাকা , রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ , ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রে রাতেও ওড়ে জাতীয় পতাকা

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১১:০৪:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১১:০৪:৩৮ অপরাহ্ন
গোপালগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রে রাতেও ওড়ে জাতীয় পতাকা
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার একটি স্বাস্থ্যকেন্দ্রে রাতেও জাতীয় পতাকা টানিয়ে রাখার অভিযোগ উঠেছে। উপজেলার ফুকরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে স্বাস্থ্যকেন্দ্রটিতে গিয়ে জাতীয় পতাকা উড়তে দেখা যায়।
স্বাস্থ্যকেন্দ্রের সহকারী স্বাস্থ্য পরিদর্শক শামচুন্নার (বদর) রাতেও পতাকা টানানো থাকে বলে স্বীকার করেছেন। তিনি বলেন, ডিসেম্বর মাসজুড়েই আমি জাতীয় পতাকা টানিয়ে রাখি। গত ১৬ ডিসেম্বর পতাকা টানিয়েছি। ডিসেম্বর মাসের শেষে নামাবো।
 
জাতীয় পতাকা উত্তোলনের সরকারি বিধি অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে। বিধান অমান্যকারীকে ২০১০ সালের প্রণীত আইন অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা বা এক বছরের কারাদণ্ড কিংবা উভয়দণ্ডের বিধান রয়েছে। রাতের বেলায় জাতীয় পতাকা ওড়া কর্তৃপক্ষের অজ্ঞতা ও অবহেলা দাবি করে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আবুল বাশার নামে স্থানীয় একজন বলেন, বৃহস্পতিবার রাতেও স্বাস্থ্যকেন্দ্রে জাতীয় পতাকা উড়তে দেখা যায়। রাতে পতাকা উত্তোলন করা অবমাননার শামিল। জাতীয় পতাকার সম্মান অক্ষুণ্ন রাখতে তাদের আরও দায়িত্বশীল হতে হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত বলেন, সরকারি নিয়ম অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা ওড়ানোর নিয়ম রয়েছে। তবে রাতেও পতাকা উত্তোলনের বিষয়টি দুঃখজনক। বিষয়টি দেখছি এবং ব্যবস্থা নিচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ