সৌম্য সরকারের অভাব পূরণে বিকল্প পরিকল্পনা নিয়ে আশাবাদী মিকি আর্থার
স্পোর্টস ডেস্ক
আপলোড সময় :
২৮-১২-২০২৪ ০৯:১১:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-১২-২০২৪ ০৯:১১:৪৫ অপরাহ্ন
গেল বছরের নিউজিল্যান্ড সফরে নিজের পুরোনো ফর্ম ফিরে পাওয়া সৌম্য সরকার ইনজুরির কারণে এবারের বিপিএলের শুরুর দিকে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে আঙুলে চোট পান তিনি। এ পরিস্থিতিতে সৌম্যকে হারানোর হতাশা প্রকাশ করেছেন রংপুরের প্রধান কোচ মিকি আর্থার।
মিকি আর্থার বলেন, “সৌম্য সরকার আমাদের জিএসএলে দারুণ খেলেছে। ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের সিরিজেও ফর্ম ধরে রেখেছিল। তার মতো একজন খেলোয়াড়কে না পাওয়া আমাদের জন্য হতাশাজনক। তবে আমরা তাকে সমর্থন করে যাব।”
রংপুরের কোচ জানান, সৌম্যর অনুপস্থিতিতে নতুন কোনো খেলোয়াড়ের জন্য সুযোগ তৈরি হবে। ওপেনিংয়ের জন্য দল ইতোমধ্যে অ্যালেক্স হেলস এবং টেলরকে বেছে নিয়েছে। হেলস চলে যাওয়ার পর আফগানিস্তানের অটল তার জায়গা পূরণ করবেন।
দল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে মিকি আর্থার বলেন, “আমাদের সবার লক্ষ্য সেরা চারে জায়গা করে নেওয়া। যদি সেটা করতে পারি, তাহলে আমরা টুর্নামেন্টের দাবিদার হব।” তিনি আরও যোগ করেন, “আমি আমার খেলোয়াড়দের চিনি এবং তাদের সামর্থ্যে বিশ্বাস করি। নিজেদের খেলায় মনোযোগ দিতে পারলে আমরা চ্যালেঞ্জ তৈরি করতে পারব।”
রংপুর রাইডার্সের দলে নতুনদের জন্য যেমন সুযোগ, তেমনই অভিজ্ঞ বিদেশি খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনা আছে। সৌম্য সরকার ইনজুরি থেকে ফিরতে পারলে দল আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন কোচ মিকি আর্থার।
সৌম্যর ইনজুরি সত্ত্বেও রংপুর রাইডার্সের কোচ এবং দলের আত্মবিশ্বাস বেশ দৃঢ়। এবার দেখার অপেক্ষা, নতুন পরিকল্পনা এবং দলীয় পারফরম্যান্স কেমন হয় বিপিএলের এই মরসুমে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স