ঢাকা , বুধবার, ০১ জানুয়ারী ২০২৫ , ১৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শিশুদের আল্লাহর দাসত্বের শিক্ষা দিতে হবে: রাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৮-১২-২০২৪ ১০:১০:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১২-২০২৪ ১০:১০:০৫ অপরাহ্ন
শিশুদের আল্লাহর দাসত্বের শিক্ষা দিতে হবে: রাবি উপাচার্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব বলেছেন, "নিজের সম্মান ও মর্যাদার জন্য আল্লাহর দাসত্ব করতে হবে।" তিনি বলেন, আল্লাহর দাসত্ব না করলে মানুষ ক্ষমতা, অর্থ-সম্পদ এবং পদ-পদবির দাসত্ব শুরু করবে, যা নিকৃষ্টতম।

শনিবার (২৮ ডিসেম্বর) বাগেরহাটের ঐতিহ্যবাহী বারুইপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
ড. নকীব আরও বলেন, মাদরাসার শিক্ষাব্যবস্থায় যুগোপযোগী শিক্ষা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের এমনভাবে শিক্ষা দিতে হবে যেন তারা আল্লাহর দাস হিসেবে গড়ে ওঠে এবং ভবিষ্যতে স্থানীয় ও আন্তর্জাতিক নেতৃত্ব দিতে সক্ষম হয়।
 
মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ বি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মো. নসরুল্লাহ, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাওলাদার মো. রকিবুল বারি, এবং স্থানীয় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি।
 
দিনব্যাপী এই আয়োজনে মাদরাসায় পড়ুয়া বর্তমান ও সাবেক কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নবীন-প্রবীণদের এই মিলন মেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নতুনদের উৎসাহ প্রদান করা হয়।
 
মাদরাসা কর্তৃপক্ষের লক্ষ্য, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা যাতে তারা ইসলামি মূল্যবোধ বজায় রেখে নিজেদের নেতৃত্বের গুণাবলিকে কাজে লাগাতে পারে। অনুষ্ঠানে উপস্থিত সবার মধ্যেই পুনর্মিলনীটি একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
 
বারুইপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার এই প্লাটিনাম জয়ন্তী কেবল একটি পুনর্মিলনীই নয়, বরং ইসলামি শিক্ষার গুরুত্ব এবং নেতৃত্ব বিকাশের জন্য একটি বার্তাও বহন করে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ