বাবা-মায়ের আত্মত্যাগ: সন্তান রক্ষা পেল, হারাল পরিবার
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
২৯-১২-২০২৪ ১২:০২:২৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৯-১২-২০২৪ ১২:০২:২৭ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়ার পার্থের ওয়ালপোল সৈকতে ঘটে এক মর্মান্তিক ঘটনা। গত ২৮ ডিসেম্বর সমুদ্রের উত্তাল ঢেউয়ে ভেসে যেতে থাকা তাদের ছোট মেয়ে সিয়ানাকে বাঁচাতে বাবা-মা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন। সিয়ানাকে তারা বাঁচাতে সক্ষম হলেও নিজেরা আর জীবিত ফিরতে পারেননি।
বাংলাদেশি দম্পতি শহিদুল হাসান স্বপন এবং সাবরিনা আহমেদ পাপড়ি তাদের কন্যাদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন। হঠাৎ উত্তাল সমুদ্র সিয়ানাকে গ্রাস করতে উদ্যত হলে, এই দম্পতি প্রাণপণে তাকে উদ্ধার করেন। তবে এই প্রচেষ্টায় তারা নিজেদের প্রাণ হারান।
তাদের সফরসঙ্গী সজীব নন্দীও মেয়েটিকে বাঁচাতে ঝাঁপ দেন। ভাগ্যক্রমে তিনি বেঁচে যান এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত স্বপন ছিলেন কার্টিন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। পাপড়ি ও স্বপন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষার্থী। তাদের মৃত্যু বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছাপ ফেলেছে।
এই ঘটনার মাধ্যমে মানবিক আত্মত্যাগের মর্মার্থ উপলব্ধি করা যায়। তাদের আত্মত্যাগ বিশ্বজুড়ে অভিভাবকদের মনে দাগ কেটে যাবে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স