ফেনীতে মসজিদ, মাদরাসা, বিদ্যালয়, বিপনি বিতানসহ সব বিজ্ঞাপনী বিলবোর্ড পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এ নির্দেশনার কথা জানান তিনি।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ফেনী শহরের মধ্যে কতগুলো ডিজিটাল স্ক্রিন রয়েছে তা আমরা সঠিক জানি না। সরকারি-বেসরকারি, মসজিদ, মাদরাসা ও মার্কেটে যেসব ডিজিটাল স্ক্রিন আছে সবগুলো সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বড় মসজিদের ঘটনায় ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করেছে। একজন অপারেটরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটাকে নিয়ে কোনোরকম বিশৃঙ্খলা যেন না হয় সেজন্য আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।
জেলা প্রশাসক বলেন, এসব স্ক্রিনে এমন ঘটনা আরও ঘটার সম্ভাবনা রয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। আমরা আগামী ২-৩ দিনের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরদের বিষয়ে খোঁজ খবর নেব। তারপর এ বিষয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। প্রসঙ্গত, সোমবার বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল বোর্ডে হঠাৎ করে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ লেখা একটি স্ক্রল ভেসে উঠে। মসজিদের বিলবোর্ডে এমন স্ক্রল দেখে মুসল্লি ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় ছাত্র-জনতা।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV