ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নিশ্চিত করতে সরকারের বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ৩০-১২-২০২৪ ১০:১৯:১১ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-১২-২০২৪ ১০:১৯:১১ অপরাহ্ন
ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নিশ্চিত করতে সরকারের বিশেষ উদ্যোগ
ইমাম, খতিব এবং মুয়াজ্জিনদের জন্য একটি সুষ্ঠু বেতন কাঠামো এবং উৎসব ভাতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (৩০ ডিসেম্বর) পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এই তথ্য জানান।
 
ধর্ম উপদেষ্টা বলেন, "ইমাম-মুয়াজ্জিনরা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাদের অর্থনৈতিক সুরক্ষা এবং উপযুক্ত সম্মান নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। পাশাপাশি মসজিদ পরিচালনায় একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব কার্যক্রম শেষে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।
 
ড. খালিদ হোসেন জানান, সংখ্যালঘুদের ওপর কোনো নির্যাতন মেনে নেওয়া হবে না। গত ৫ আগস্ট থেকে এ ধরনের ঘটনার প্রেক্ষিতে ৯৩টি মামলা হয়েছে এবং ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
 
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আসমা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এবং পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। এ সভায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক এবং জেলার প্রায় ২০০ ইমাম ও মুয়াজ্জিন অংশগ্রহণ করেন।
 
মতবিনিময় সভায় উপস্থিত ইমাম-মুয়াজ্জিনরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ