জাতীয় প্রেসক্লাবের ২৫তম দ্বিবার্ষিক সাধারণ সভায় মেট্রোরেলের সচিবালয় স্টেশনের নাম পরিবর্তন করে "প্রেসক্লাব স্টেশন" করার দাবি জানানো হয়েছে। সভায় প্রেসক্লাবের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন, কারণ মেট্রোরেল নির্মাণকালে প্রেসক্লাবের কার্যক্রম এবং অবকাঠামোর ওপর ব্যাপক প্রভাব পড়েছিল। তা সত্ত্বেও স্টেশনটির নাম প্রেসক্লাবের নামে করা হয়নি।
সোমবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
সভা শুরু হয় কোরআন তেলাওয়াত এবং গত এক বছরে প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিটের নীরবতা পালনের মাধ্যমে। সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এক বছরের রিপোর্ট উপস্থাপন করেন, যেখানে প্রেসক্লাবের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন কোষাধ্যক্ষ বখতিয়ার রানা।
সভায় উপস্থিত সদস্যরা সচিবালয় স্টেশনের নাম পরিবর্তন করে প্রেসক্লাব স্টেশন করার দাবি জোরালোভাবে তুলে ধরেন। তারা উল্লেখ করেন, প্রেসক্লাবের ওপর মেট্রোরেল নির্মাণকালে বিরূপ প্রভাব এবং এর ক্ষতিপূরণের জন্য এই নামকরণ অত্যন্ত প্রয়োজন।
এছাড়াও সভায় নিম্নলিখিত বিষয়গুলো আলোচনা করা হয়:
- নতুন সদস্য পদ প্রদান দ্রুততর করা।
- রান্নাঘরের পরিবেশ উন্নত করা।
- সদস্য কল্যাণ তহবিলের পরিমাণ ৫ লাখ টাকা করা।
- ডামি নির্বাচনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
- প্রেসক্লাবে পূর্ণাঙ্গ মসজিদ নির্মাণ।
- সিকিউরিটি ব্যবস্থা জোরদার করা এবং বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ।
সভায় অংশগ্রহণকারী সদস্যরা প্রেসক্লাবের অগ্রগতির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন। মিলনায়তনের সংস্কার এবং তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে নামকরণের প্রস্তাব বিশেষভাবে প্রশংসিত হয়।
সভাপতি হাসান হাফিজ সদস্যদের প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV