নতুন বছর শুরুতে মাওলানা তারিক জামিলের বিশেষ বার্তা
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
৩১-১২-২০২৪ ১১:৪৫:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-১২-২০২৪ ১১:৪৫:৪৫ অপরাহ্ন
২০২৫ সালের নতুন বছর শুরুতে পুরোনো পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামী আলোচক, দায়ী আলেম মাওলানা তারিক জামিল। সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।
মাওলানা তারিক জামিল বলেন, “প্রতিটি নতুন বছর নতুন সূচনা নিয়ে আসে। মুসলমানদের উচিত এই সময়টি আল্লাহর নাফরমানি থেকে বিরত থেকে তওবা এবং দোয়ার মাধ্যমে শুরু করা। গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে এবং অন্তরের গভীর থেকে তওবা করলে জাহান্নামের আগুনও নিভে যায়।”
তিনি বলেন, প্রতিটি দিন নতুন একটি সুযোগ। “নতুন দিন নিজেই বলে, আমি নতুন সময়, আমার মধ্যে কোনো অতীতের ছোঁয়া নেই। এই সময়টাকে যথাযথভাবে কাজে লাগাও, কারণ আমি আর কখনো ফিরে আসব না। এই উপলব্ধি থেকেই আমাদের আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে হবে।”
মাওলানা তারিক জামিল মুসলিমদেরকে আহ্বান জানান, নতুন বছর শুরুতে আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করার জন্য। “যদি এই বছরে আমার মৃত্যু নির্ধারিত থাকে, তবে যেন তা ঈমানের সঙ্গে হয়। নতুন বছরটি যেন সুস্থতা, শান্তি এবং ভালো আমলের মাধ্যমে কাটে, আল্লাহর কাছে এই দোয়া করা উচিত।”
তিনি জোর দিয়ে বলেন, নতুন বছরের উদযাপনকে নাচ-গান এবং আল্লাহর নাফরমানির মাধ্যমে কাটানো মুসলমানদের কালচার নয়। বরং ইসলামী মূল্যবোধ অনুযায়ী বছরের শুরুতে আত্মশুদ্ধি এবং নেক আমলের পরিকল্পনা গ্রহণ করা উচিত।
মাওলানা তারিক জামিলের এই আহ্বান নতুন বছরকে একটি আত্মশুদ্ধির সুযোগ হিসেবে গ্রহণ করার গুরুত্ব তুলে ধরে। তার বার্তাটি মুসলমানদের মনে নেক আমলের প্রতি অনুপ্রেরণা এবং আল্লাহর কাছাকাছি আসার দাওয়াত প্রদান করেছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স