ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

১৪ দিনের মধ্যে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ সম্ভব: সৈয়দা রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০১-০১-২০২৫ ০৯:১৪:২০ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০১-২০২৫ ০৯:১৪:২০ অপরাহ্ন
১৪ দিনের মধ্যে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ সম্ভব: সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মনে করেন, ১৪ দিনের মধ্যে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া সম্ভব। বুধবার (১ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, গত ২৯ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৩১ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেওয়ার কথা বলা হলেও, পরে সরকারের পক্ষ থেকে এটি দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়। ছাত্রনেতাদের পক্ষ থেকে ১৫ দিনের মধ্যে ঘোষণাপত্র চূড়ান্ত করার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

নতুন বছরে সরকারের তিনটি প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয়েছে:

  1. জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।
  2. রাজনৈতিক মতৈক্য গড়ে তুলে প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন।
  3. রোডম্যাপ অনুযায়ী নির্বাচন নিশ্চিত করা।

এ ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

সংস্কারের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, বিএনপি সংস্কারের প্রস্তাব নিয়ে লিখিত মত দিচ্ছে। তবে কতটা ব্যাপক হবে, তা নিয়ে আলোচনা চলছে। কিছু পক্ষ মৌলিক সংস্কারের দাবি জানালেও, সরকারের কাছে নির্বাচন ও সংস্কার দুটোই সমান গুরুত্বপূর্ণ।

সচিবালয়ে অগ্নিকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, তদন্তে দেখা গেছে, কীভাবে আগুন লাগে এবং এর আলামত বিদেশে পাঠানো হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে সরকার সন্তুষ্ট।


নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ