মোজাম্বিকে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০১-০১-২০২৫ ০৯:২২:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০১-২০২৫ ০৯:২২:১৪ অপরাহ্ন
আফ্রিকার দেশ মোজাম্বিকে চলমান রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) বিএম জামাল হোসেন বুধবার (১ জানুয়ারি) এই তথ্য জানান।
মোজাম্বিক থেকে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের প্রথমে সড়কপথে মালাউইতে আনা হবে। সেখান থেকে বিমানে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। যারা অনিয়মিত অবস্থায় রয়েছেন, তাদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করার ব্যবস্থা নেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
গত ৯ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের পর ব্যাপক কারচুপির অভিযোগে মোজাম্বিকে রাজনৈতিক সহিংসতা শুরু হয়। এর ফলে পুলিশের সাথে সংঘর্ষ, বিভিন্ন স্থানে লুটপাট এবং সড়ক অবরোধ দেখা দেয়। সহিংসতায় ১৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
বাংলাদেশি প্রবাসীদের অনেকেই এই সহিংসতার শিকার হয়েছেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। প্রায় হাজারখানেক বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।
মোজাম্বিকে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায়, দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ মিশন থেকে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদের প্রয়োজনীয় সহযোগিতা এবং নিরাপদে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স