ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তানভীর হোসেন শাকিল
আপলোড সময় : ০১-০১-২০২৫ ১০:৩১:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০১-২০২৫ ১০:৩১:৫০ অপরাহ্ন
দিনাজপুরে বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উদ্দীপনা ও জনসমাগমের মাধ্যমে উদযাপন করা হয়েছে। বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের উদ্যোগে একটি বিশাল মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আকাশ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিরুল বাহার।

র‍্যালিতে বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ এবং একটি পৌরসভার ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। জনসমাগমে মানুষের ঢল নেমে আসে, যারা উৎসাহের সাথে র‍্যালিতে অংশগ্রহণ করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।



আলোচনা সভায় ছাত্রদলের সভাপতি আকাশ চৌধুরী বলেন, "আমরা প্রতিনিয়ত আমাদের কর্মসূচি চলমান রাখব। জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে ছাত্রদল সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবে।"

আনন্দঘন এই আয়োজনে নেতাকর্মীদের উচ্ছ্বাস ও সমর্থনের মিশ্রণ প্রমাণ করে জাতীয়তাবাদী আদর্শের প্রতি তাদের একনিষ্ঠতা। ছাত্রদলের এই প্রতিষ্ঠাবার্ষিকী বীরগঞ্জে নতুন প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ