ঢাকা , সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫ , ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৬:৩৫:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৬:৩৫:১৫ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রাবির প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, সম্প্রতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “আজ থেকে ক্যাম্পাসে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না। আইন-শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ রক্ষায় কঠোরভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।”
 
শিক্ষার্থীদের ক্যাম্পাসে চলাফেরার সময় সার্বক্ষণিকভাবে নিজেদের পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো বহিরাগত পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেছেন প্রক্টর।
 
রাবি প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে বহিরাগতদের উপস্থিতি শিক্ষার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে। এ কারণে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং শিক্ষার পরিবেশ বজায় রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
 
সম্প্রতি ক্যাম্পাসে বহিরাগতদের জড়িত একটি ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। এরপরই প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়।
 
এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার ফলে রাবি ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ আরও সুশৃঙ্খল হবে বলে আশা করছে প্রশাসন। শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার মাধ্যমেই এই সিদ্ধান্ত সফল হবে বলে তারা আশাবাদী।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ