ঢাকা , সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫ , ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জাহাঙ্গীরনগরে শিবিরের নতুন সভাপতি মুহিব, সেক্রেটারি মোস্তাফিজুর

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ০৩-০১-২০২৫ ০২:১৪:০১ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০১-২০২৫ ০২:১৪:০১ অপরাহ্ন
জাহাঙ্গীরনগরে শিবিরের নতুন সভাপতি মুহিব, সেক্রেটারি মোস্তাফিজুর
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
 
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মুহিবুর রহমান মুহিব এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন দর্শন বিভাগের একই সেশনের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহর সঞ্চালনায় পরিচালিত হয়।
 
নবনির্বাচিত সভাপতি মুহিবুর রহমান মুহিব শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী এবং মনোনীত সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

কমিটি গঠনের প্রক্রিয়ায় কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারে সদস্যদের প্রত্যক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি সর্বাধিক ভোটপ্রাপ্ত মুহিবুর রহমান মুহিবের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং শপথ পাঠ করান। পরে সেক্রেটারি মনোনীত করা হয়।
 
নবগঠিত কমিটির সেক্রেটারি মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, শাখা ছাত্রশিবিরের সদস্যদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হয়েছে এবং সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি মনোনীত করা হয়েছে। আগামীতে সভাপতি-সেক্রেটারি সবার মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। 

সমাবেশে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, শাখা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি হারুনুর রশিদ রাফি, বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ