ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচির পদ স্থগিত

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ০৩-০১-২০২৫ ০২:২১:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০১-২০২৫ ০২:২১:৩৯ অপরাহ্ন
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচির পদ স্থগিত
দিনাজপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচির পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দিনাজপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচির নামে নানান অভিযোগের কারণে তার সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিনাজপুর জেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদকে দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। 

 প্রসঙ্গত, গত ২০২২ সালে ১৪ মে দিনাজপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালকে সভাপতি ও বখতিয়ার আহম্মেদ কচিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় ।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ