ঐতিহ্য ও আনন্দে ভরপুর গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৩-০১-২০২৫ ০২:২৯:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০১-২০২৫ ০২:২৯:৩১ অপরাহ্ন
ঝিনাইদহে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। এই আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। স্থানীয় গ্রামবাসীর আয়োজনে প্রতিবছর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও, ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর এবারই প্রথম এই আয়োজন।
প্রতিযোগিতায় ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা এবং যশোর জেলার ১৬টি গরুর গাড়ি অংশগ্রহণ করে। সকাল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার প্রথম রাউন্ড শুরু হয় দুপুর ১২টায়। অনুষ্ঠানের শেষে বিকেল সাড়ে ৫টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতায় ফাইনালে বিজয়ী হন মহেশপুর উপজেলা থেকে আসা কুরবান আলী। প্রথম রানার্সআপ হন নড়াইল জেলার নুরু মিয়া এবং দ্বিতীয় রানার্সআপ হন যৌথভাবে যশোরের বাঘারপাড়ার ওয়ালিদ মিয়া ও শহিদুল ইসলাম।
প্রতিযোগিতার পাশাপাশি বেতাই গ্রামের মাঠে বসে একটি জমজমাট গ্রামীণ মেলা। মেলায় বাহারি খাবার, পিঠাপুলি, নাগরদোলা, মিষ্টি পান, মুড়ি-মুড়কি, খেলনার দোকানসহ নানা পসরা সাজিয়ে তোলেন দোকানিরা। শিশু-কিশোরদের পদচারণায় মেলা প্রাঙ্গণ ছিল মুখরিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাহিদুজ্জামান মনা, অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, ওসি আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন ইজ্জত আলী মাস্টার।
প্রতিবছর ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তবে এবার মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্য দিয়ে এক ভিন্ন রকম উৎসবের আমেজ দেখা গেছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স