ফ্যাসিস্ট হাসিনার পতনের শিক্ষা নিতে বললেন ড. আব্দুল মঈন খান
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৪-০১-২০২৫ ০৮:২৪:২২ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০১-২০২৫ ০৮:২৪:২২ অপরাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ফ্যাসিস্ট শাসনের পতন থেকে অন্যায়কারীদের শিক্ষা নেওয়া উচিত। তিনি বলেন, "ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে এ দেশের দেড় দশকের স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। অন্যায় ও জুলুমকারীরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।"
শনিবার (৪ জানুয়ারি) বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এবিএম ওবায়দুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, "ন্যায় ও সততা ছাড়া কোনো দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। যারা অন্যায়কারী, তাদের শেখ হাসিনার রাজনৈতিক পরিণতি দেখে শিক্ষা নেওয়া উচিত। ক্ষমতা হারিয়ে তিনি একমাত্র বোনকে নিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।"
মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ড. মোরশেদ আসিফ হাসান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবর্ধিত অতিথি ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, "ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন। এখানে অন্যায় ও জুলুমের কোনো স্থান নেই। শেখ হাসিনার পতন এটাই প্রমাণ করেছে যে অপরাধীদের একদিন বিচার হবে।"
কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, "আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচন। এই চ্যালেঞ্জ মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।"
ড. এবিএম ওবায়দুল ইসলামের জন্ম বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
অবশেষে ফ্যাসিস্ট শাসনের পতনের পর তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নেতাদের দৃঢ় অঙ্গীকার ও বক্তব্যে মোরেলগঞ্জের সভাস্থল উত্তাল হয়ে ওঠে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স