ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাপ্তাহিক ছুটিতেও ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করবে ইসি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৮:০০:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৮:০০:৪০ অপরাহ্ন
সাপ্তাহিক ছুটিতেও ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করবে ইসি

নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা করেছে যে, আগামী ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ভোটার নিবন্ধন ও তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রমের মাধ্যমে এটি সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত একটি পরিপত্রে জানানো হয়েছে, বিশেষ দিবসের ছুটি ব্যতীত সাধারণ ও সাপ্তাহিক ছুটির দিনেও নিবন্ধন কার্যক্রম চলবে।

পরিপত্রে আরও বলা হয়, প্রতিটি জেলায় টিম ও অপারেটরের সংখ্যা অনুযায়ী একাধিক উপজেলায় একযোগে কাজ চলবে। টিম সদস্যদের নির্দিষ্ট শিডিউল অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করার জন্য আঞ্চলিক নির্বাচন অফিসারের তত্ত্বাবধানে সময়সূচি প্রস্তুত করতে হবে।

নিবন্ধন কার্যক্রমের মূল পরিকল্পনা:

  1. বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ।
  2. সাপ্তাহিক ছুটিতেও নিবন্ধন চালু রাখা।
  3. জেলাভিত্তিক টিম গঠন ও শিডিউল অনুযায়ী কার্যক্রম পরিচালনা।
  4. বায়োমেট্রিক তথ্য সংগ্রহের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন।

ইসি জানিয়েছে, সব জেলা নির্বাচন অফিসার ও আঞ্চলিক নির্বাচন অফিসারদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে।

সাধারণ মানুষের জন্য সুযোগ:

সাপ্তাহিক ছুটিতেও নিবন্ধন কার্যক্রম চলমান থাকায় নাগরিকরা সহজেই তাদের তথ্য হালনাগাদ করতে পারবেন।


নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ