ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে ৩ বাংলাদেশি আটক
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
০৬-০১-২০২৫ ০৩:০১:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০১-২০২৫ ০৩:০১:৩৮ অপরাহ্ন
সাতক্ষীরার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে তিন বাংলাদেশি আটক হয়েছেন।
রোববার (৫ জানুয়ারি) রাতে ছয়ঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার (৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেন । আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাঁকাল এলাকার রতন ঘোষের মেয়ে তৃপ্তি ঘোষ (২০), একই এলাকার হারান বিশ্বাসের ছেলে বাবলা বিশ্বাস (১১) ও বাগেরহাটের মোড়লগঞ্জ থানার বনগ্রাম এলাকার উপেন চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস (৩৮)।
লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছেন। এর ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে তারা অবৈধভাবে ভারতে যাচ্ছিলেন। আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স