ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শীত আরও বাড়ছে, তাপমাত্রা কমবে ৩ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৭:৫১:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৭:৫১:২৬ অপরাহ্ন
শীত আরও বাড়ছে, তাপমাত্রা কমবে ৩ ডিগ্রি
বাংলাদেশে শীতের তীব্রতা আরও বাড়ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
 
আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
 
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এর ফলে বিমান চলাচল, নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
 
রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা আগামী দুই দিন ধরে ক্রমাগত কমতে থাকবে। বুধবার (৮ জানুয়ারি) পর্যন্ত তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
 
আগামী পাঁচ দিনের মধ্যে শীত আরও তীব্র হতে পারে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
আবহাওয়া অধিদপ্তর কুয়াশার কারণে যাত্রী পরিবহন, সড়ক ও বিমান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের শীত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ