ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কানাডা-যুক্তরাষ্ট্র এক হয়ে গেলে ‘অসাধারণ দেশ’ হবে: ট্রাম্প

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০৩:৪৪:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০৩:৪৪:৫৯ অপরাহ্ন
কানাডা-যুক্তরাষ্ট্র এক হয়ে গেলে ‘অসাধারণ দেশ’ হবে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের এক হওয়ার পক্ষে মত প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, এতে কানাডা ব্যাপক অর্থনৈতিক সুবিধা পাবে এবং আন্তর্জাতিক হুমকি থেকে নিরাপদ থাকবে।

সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন। তিনি বলেন, "যদি কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হয়ে যায়, তাহলে শুল্ক থাকবে না, কর কমে যাবে এবং রাশিয়া ও চীনের যুদ্ধজাহাজের হুমকি থেকে তারা মুক্ত থাকবে। কানাডা-যুক্তরাষ্ট্র এক হয়ে গেলে এটি এক অসাধারণ দেশ হবে।"

ট্রাম্প এর আগে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কেনার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। তবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে এগেডে ট্রাম্পের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। এরপর ট্রাম্প দাবি করেন, গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়া বিশ্বের নিরাপত্তার জন্য জরুরি। এর জেরে গ্রিনল্যান্ডে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

ট্রাম্প এর আগে পানামা খাল দখলের হুমকি দিয়েছিলেন, যা আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে পড়ে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ