ঢাকা , সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ , ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

হাতিয়ায় সাবেক এমপির বাড়ি ও নৌকায় অগ্নিসংযোগ

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ০৭-০২-২০২৫ ০৪:৪৮:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০২-২০২৫ ০৪:৪৮:১৭ অপরাহ্ন
হাতিয়ায় সাবেক এমপির বাড়ি ও নৌকায় অগ্নিসংযোগ হাতিয়ায় সাবেক এমপির বাড়ি ও নৌকায় অগ্নিসংযোগ
নোয়াখালী হাতিয়ায় আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর বাড়ি।
মোহাম্মদ আলীর মালিকানা দুটি বাড়ির ভবনের অধিকাংশ পুড়ে গেছে। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে পৌরসভার ৬ নং ওয়ার্ড লক্ষীদিয়া বড় পোল ও  পৌরসভার ১নং ওয়ার্ড ব্রিকফিল্ড বাজারের পাশে দুটি বাড়িতে আগুন দেয়া হয়।

আগুনে মোহাম্মদ আলীর মালিকানা দুটি বাড়ির ভবনের অধিকাংশ পুড়ে ছাঁই হয়ে গেছে।

এর আগে রাত ১০ টার সময়  বিক্ষুদ্ধ ছাত্র-জনতা স্লোগান দিয়ে এসে বাড়ি ভাঙচুরের চেষ্টা করলে মোহাম্মদ আলীর অনুসারীরা তাদের প্রতিহত করেন। এনিয়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের কয়েকজন আহত হলেও কারো নাম পাওয়া যায়নি।
 
পরে রাত ১টার পর মোহাম্মদ আলীর সমর্থকরা চলে গেলে আগুন দেয়া হয় তার বাসায়।
 
এদিকে একই সময় আগুন পুড়িয়ে দেয়া হয়েছে মোহাম্মদ আলীর মালিকানা যাত্রীবাহি ট্রলার। এতে নলচিরা ঘাটে তীরে অবস্থান করা ৪টি ট্রলার ও ৫টি স্পীডবোট পুড়ে ছাঁই হয়ে গেছে । রাত ১২টার সময় বিক্ষুব্ধরা আগুন ধরিয়ে দেয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ