প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাৎ আগামীকাল
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
০৯-০২-২০২৫ ০১:৫৬:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০২-২০২৫ ০১:৫৬:৩২ অপরাহ্ন
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাৎ আগামীকাল
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে। আগামীকাল সোমবার সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হবে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান আজ রোববার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবীর খান বলেন, আগামীকাল বিএনপির প্রতিনিধিদল সাক্ষাৎ করবে প্রধান উপদেষ্টার সঙ্গে। দলে কারা থাকবেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই সেখানে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন ঢাকার বাইরে আছেন। আজ সন্ধ্যায় তিনি রাজধানীতে ফিরবেন বলে জানিয়েছেন শায়রুল কবীর খান।
এদিকে আজ বেলা সাড়ে তিনটায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধিদল। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তাঁরা যাবেন। তাঁর সঙ্গে থাকবেন দলের স্থায়ী কমিটির আর দুই সদস্য সালাহ উদ্দিন আহমদ ও সেলিমা রহমান।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স