দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হলো তিনদিনব্যাপী ১ম আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা।
হাবিপ্রবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোঃ জাহিদ হাসান
আপলোড সময় :
১১-০২-২০২৫ ০১:১৭:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০২-২০২৫ ০১:১৭:২৮ অপরাহ্ন
হাবিপ্রবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হলো তিনদিনব্যাপী ১ম আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা।
এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল অংশ নেয়। প্রতিযোগিতার প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান ও ট্যাব রাউন্ডের বিতর্ক হয়। পরবর্তী দিনে উত্তীর্ণ দলগুলোর মধ্যে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। একই দিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক পর্ব শেষ হয়।
হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মো: শাকিল হাসান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সোসাইটির সকল সদস্যদের সহযোগিতায় প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হয় বলে জানান। সাধারণ সম্পাদক তাকিয়া বলেন, “এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের পলিসি মেকিং, সামাজিক উন্নয়ন এবং ইতিহাস সম্পর্কে নতুন জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন।”
এ বছর চ্যাম্পিয়ন হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেট ফোরাম প্রথম স্থান অর্জন করে এবং রানারআপ হয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
বিতর্কের শেষ দিন কর্মশালার মাধ্যমে সমাপ্তি ঘটে এই সফল আয়োজনের।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স