ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

শাহিনের লেবু বাগান: রমজানে ৭ লাখ টাকার আয় প্রত্যাশা

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০৭:২৪:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০৭:২৪:০৬ অপরাহ্ন
শাহিনের লেবু বাগান: রমজানে ৭ লাখ টাকার আয় প্রত্যাশা শাহিনের লেবু বাগান: রমজানে ৭ লাখ টাকার আয় প্রত্যাশা
রমজান মাসের প্রথম ৭ দিনেই ৪ লাখ টাকার লেবু বিক্রি করেছেন চাষি শাহিনুজ্জামান শাহিন। এ মাসে আরও ৩ লাখ টাকার লেবু বিক্রির আশা করছেন তিনি। ২৫ রোজার মধ্যে ৭ লাখ টাকার বেশি লেবু বিক্রির লক্ষ্যে আত্মবিশ্বাসী শাহিন।

পাবনার ঈশ্বরদী উপজেলার মানিকনগর গ্রামের চাষি শাহিনুজ্জামান শাহিনের লেবু বাগানে গিয়ে দেখা যায়, প্রতিটি গাছের সবুজ পাতার মাঝে উঁকি দিচ্ছে থোকায় থোকায় লেবু। শ্রমিকরা বাজারজাত করার জন্য লেবু সংগ্রহ করছেন। তার বাগানটি দুই বছরের পুরনো, এবং এটি আগামী ১৫ বছর পর্যন্ত ফলন দিবে বলে ধারণা করছেন। এছাড়াও, শাহিন তার বাগানে সাথী ফসল হিসেবে মরিচ, কলা, কাকরসহ বিভিন্ন শাক-সবজি চাষ করেছেন।

লেবু চাষি শাহিনুজ্জামান শাহিন পাবনার সাহাপুরের মহাদেবপুর গ্রামের ইমান সরদারের ছেলে। লেবু চাষের পাশাপাশি তিনি পেঁয়াজ, গাজর, বেগুন, মুলা, কলা এবং ক্যাপসিকাম চাষ করেন। ২০২৩ সালে কৃষিতে জাতীয় পদক অর্জন করেছেন সফল এই চাষি।

স্থানীয় ডেইরি খামারি আমিরুল ইসলাম জাগো নিউজকে জানান, “আমার গরুর খামার আছে এবং আমি চাষাবাদও করি। শাহিন ভাইয়ের লেবু বাগানে খুব ভালো ফলন হয়েছে। লেবু চাষ সম্পর্কে তার কাছ থেকে পরামর্শ নিচ্ছি। অনেক কৃষক তার বাগান দেখতে আসেন এবং পরামর্শ নেন। তার সফলতা আমাদের এলাকাবাসীর মধ্যে প্রেরণা যোগাচ্ছে।”

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ