সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনের মৃত্যুদণ্ড
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১৯-০৩-২০২৫ ০৬:৪২:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৩-২০২৫ ০৬:৪২:১৯ অপরাহ্ন
রাজধানীর খিলগাঁওয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। চার বছর আগে এ ধর্ষণের ঘটনা ঘটে।
রাজধানীর খিলগাঁওয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। চার বছর আগে এ ধর্ষণের ঘটনা ঘটে।
আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল - ৩ এ রায় দিয়েছে।
রায় ঘোষণার পর আসামি জাহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২১শে মার্চ সন্ধ্যায় শিশুটিকে পড়াতে আসেন আসামি জাহিদুল। এ সময় শিশুটির বাবা-মা বাসার বাইরে ছিলেন। পরে তারা বাসায় ফিরলে তাদের দেখে কাঁদতে শুরু করে শিশুটি।
সে জানায়, সে যখন বাথরুমে গিয়েছিল তখন তার শিক্ষক সেখানে ঢুকে তাকে ধর্ষণ করে।
পরে ওই শিশুর বাবা বাদী হয়ে জাহিদুলের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করেন।
এ মামলায় ২০২২ সালের ২০শে জানুয়ারি আসামি জাহিদুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। আজ মামলার রায় ঘোষণা করা হলো।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স