অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস লুৎফুজ্জামান বাবর
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১৯-০৩-২০২৫ ০৬:৪৪:১০ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৩-২০২৫ ০৬:৪৪:১০ অপরাহ্ন
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় দেন।
আদালতে মি. বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির খালাস চেয়ে এ আবেদন করেন। এই মামলায় ২০০৭ সালের ২৭শে মে আটক হন তিনি।
সাত দিন পর গুলশান থানায় অস্ত্র আইনে মামলা হয় এবং তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।
২০০৭ সালের ৩০ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন স্পেশাল ট্রাইব্যুনাল লাইসেন্সবিহীন রিভলবার পাওয়ার অভিযোগে বাবরকে ১৭ বছরের সাজা দেয়। বিচারিক আদালতের এই সাজা অবৈধ ছিলো বলে হাইকোর্ট তার পর্যবেক্ষণে উল্লেখ করেছে।
আদালতে মি. বাবরের পক্ষে আইনজীবী বলেন, যৌথবাহিনী উনাকে গ্রেফতারের সাত দিন পর উদ্দেশ্যমূলভাবে এই মামলা দায়ের করে।
এর আগে, চলতি বছরের ১৪ই জানুয়ারি চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র আইনের মামলা থেকেও খালাস পেয়েছিলেন লুৎফুজ্জামান বাবর।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স