ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিস্তিনে হামলার বিচার দাবিতে ঢাকায় মিছিল

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০৪:৪৪:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০৪:৪৪:০৬ অপরাহ্ন
ফিলিস্তিনে হামলার বিচার দাবিতে ঢাকায় মিছিল বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজের পর এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানিয়ে বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখা। জুমার নামাজ শেষে তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে প্রতিবাদ জানায় এবং পরে পল্টন মোড়ের দিকে মিছিল নিয়ে যান।

আজ শুক্রবার (২১ মার্চ) বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজের পর এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।

একই সময়ে, বাইতুল মোকাররমের উত্তর পাশে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশ আয়োজন করে।

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পল্টন মোড়ে জলকামান, এপিসি কার ও দুটি প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়। এছাড়া, মসজিদের প্রবেশপথে পুলিশ ও সেনা সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে এবং নাইটিঙ্গেল মোড়ে বিজিবি মোতায়েন করা হয়।

নিরাপত্তার অংশ হিসেবে মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয় এবং মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যদের সাদা পোশাকে ও বিশেষ জ্যাকেট পরে অবস্থান নিতে দেখা গেছে।

প্রসঙ্গত, পূর্বঘোষণা অনুযায়ী, আজ জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস বিক্ষোভ মিছিল আয়োজন করে। পাশাপাশি, ছাত্রশিবির ও জামায়াতের সদস্যরাও মসজিদ এলাকায় উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ