চালের দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা!
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
২১-০৩-২০২৫ ০৪:৫১:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৩-২০২৫ ০৪:৫১:৩৭ অপরাহ্ন
Collected
ভোজ্য তেলের সংকট পুরোপুরি না কাটতে’ই বাজারে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে চালের দাম। কয়েক দফা বৃদ্ধি পেয়ে মিনিকেট বিক্রি হচ্ছে ৮৮ টাকায়, নাজিরশাইল ও কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
ছুটির দিনের সাথে রমজানের শেষ অর্ধ তাই রাজধানীর বাজার গুলো ক্রেতা সমাগমে বেশ জমজমাট। হরেকরকমের পণ্যের পসরা সাজিয়ে ব্যবসায়ীরা যেমন ক্রেতাদের আর্কষন করছেন তেমনি ভোক্তারাও যাচাই-বাছাই ও দরদাম করে কিনে নিচ্ছেন প্রয়োজনীয় সব পণ্য।
বাজারে তেলের সংকট শেষ না হতেই নতুন করে চালের দাম চিন্তা বাড়িয়েছে। সব ধরনের চালের দাম কয়েক দফা বৃদ্ধি পেয়ে মিনিকেট বিক্রি হচ্ছে ৮৬ থেকে ৮৮ টাকা, আটাশ চাল ৬৬ টাকা আর নাজিরশাইল কেজি প্রতি বেশি ১০ থেকে ১৫ টাকা। অতিরিক্ত দাম বৃদ্ধিতে মিলার ও করপোরের্ট কোম্পানিকে দায়ী করছেন ব্যবসায়ীরা।
সবজির বাজার খানিকটা স্বস্তি দিলেও বেগুন, শশা, লেবুর দাম যথারীতি বাড়তি। বেগুনের কেজি ৯০ থেকে ১০০ টাকা হলেও একশোর উপরে লেবু দাম। হালি বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
রমজানে মাছের চাহিদা কমলেও দামে নেই কোন প্রভাব। বরং সপ্তাহে ব্যবধানে সব ধরনের মাছ কেজি প্রতি বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। সব মুরগি কেজিতে বেড়েছে প্রায় ৩০ টাকা করে। থেমে নেই গরুর মাংসের বাজারও। সপ্তাহ ব্যাবধানে কেজিতে ২০ থেকে ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৯০ টাকায়।
নিত্য পণ্যের বাজার ক্রেতা নাগালে আনতে মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করার দাবী সাধারণ মানুষের।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স