ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গরমে বিদ্যুৎ বিল কমাতে যা করবেন

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ০৭:০০:০১ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ০৭:০০:০১ অপরাহ্ন
গরমে বিদ্যুৎ বিল কমাতে যা করবেন গরমে বিদ্যুৎ বিল কমাতে যা করবেন
প্রকৃতিতে ক্রমেই তীব্র হচ্ছে গরমের আভাস। মার্চ থেকে প্রায় সবার ঘরেই বাড়ছে ফ্যান, চার্জার, এসি, কুলার ব্যবহার। আর এ কারণে মাস শেষে বাড়ছে বিদ্যুৎ বিলের পরিমাণও। এ অবস্থায় গরমের সময় কীভাবে বিদ্যুৎ বিল কমানো যাবে, এ বিষয়টি নিয়ে অনেকেই জানতে চান। 

চলুন জেনে নেওয়া যাক এ সম্পর্কে…

১. সস্তার কারণে বেশিরভাগ মানুষই উইন্ডো এসি ক্রয় করে থাকেন। কিন্তু তারা জানেন না যে, উইন্ডো এসি প্রচুর বিদ্যুৎ খরচ করে। এজন্য প্রথমেই নিজেদের উইন্ডো এসি সরিয়ে তা ইনভার্টার এসিতে রূপান্তর করা উচিত। অথবা ৫ স্টার রেটিংসহ স্প্লিট এসি ব্যবহার করা উচিত। এর ফলে নিজেদের বিদ্যুতের বিল এক ধাক্কায় অনেকটাই কম হয়ে যাবে।

২. ইলেকট্রিক গিজার অনেক বেশি পরিমাণে বিদ্যুৎ খরচ করে। এর পরিবর্তে কেউ চাইলে পানি গরম করার রড ব্যবহার করতে পারেন। এটি বৈদ্যুতিক গিজারের চেয়ে কম বিদ্যুৎ খরচ করে। এছাড়াও বৈদ্যুতিক গিজারের পরিবর্তে গ্যাস গিজারও ব্যবহার করা যেতে পারে। যা এক ধাক্কায় বিদ্যুতের বিল অনেকটাই কম করে দিতে পারে।

৩. বাড়ির রান্নাঘরের বায়ু চলাচলের জন্য চিমনি ব্যবহার করা হয়। এটি প্রচুর বিদ্যুৎ খরচ করে। অনেক সময় গ্রাহকরা এটি চালু করে বন্ধ করতে ভুলে যান। যার কারণে বিদ্যুতের বিল বেশি আসে। এ কারণেই গ্রাহকদের অবিলম্বে একটি চিমনির বদলে একজস্ট ফ্যান লাগানো উচিত। এটি আরও কার্যকর এবং এতে বিদ্যুৎ খরচও খুব কম হয়।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ