ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১০-০৮-২০২৪ ০৯:৪৩:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ১১:২৫:০১ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. নাঈম (২৫) নামের এক যুবক আহত হয়েছেন অভিযোগ পাওয়া গেছে।
 
 আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার আমজানখোর ইউনিয়নের কোটপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।আহত নাঈম বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। জাহাঙ্গীর আলম জানান, আজ সকালে গরুর জন্য ঘাস কাটতে বালিয়াডাঙ্গী উপজেলার কোটপাড়া সীমান্তে এলাকার ৩৮৫ নম্বর খুঁটির কাছে যান তাঁর ছেলে নাঈম।
 
 এ সময় ভারতের সাতভিটা ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাঁকে লক্ষ্য গুলি ছোড়েন। এতে পায়ে গুলিবিদ্ধ হন তিনি। পরে স্থানীয় লোকজন নাঈমকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
 
 
আমজানখোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকালু বলেন, বিএসএফের গুলিতে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে বিজিবির সদস্যরা কোনো কিছু জানাতে পারেননি।
 
ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসক রকিবুল আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই যুবককে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাঁর সঙ্গে থাকা লোকজন বলছিলেন, তিনি গুলিবিদ্ধ হয়েছেন।
 
 তাঁর পায়ের হাড় ভাঙা অবস্থায় পাওয়া গেছে। তবে ভেতরে গুলি পাওয়া যায়নি।
 
এ বিষয়ে কথা বলতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহম্মদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল ধরেননি।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ