ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই, বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়লে সবাই এক হয়ে যাবে: মির্জা আব্বাস

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০১:৩৩:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০১:৩৩:৪৭ অপরাহ্ন
দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই, বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়লে সবাই এক হয়ে যাবে: মির্জা আব্বাস

বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য কখনও বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়লে সবাই এক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “জুলাই-অগাস্টে ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারকে তাড়িয়ে একটা নতুন আস্বাদ পেয়েছি। অনেকে এটিকে বলে দ্বিতীয় স্বাধীনতা।

আসলে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে, তারা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চায়।” যারা ‘দ্বিতীয় স্বাধীনতার’ কথা বলেন, “একাত্তরের স্বাধীনতায় তাদের কোনও ভূমিকা ছিল না” বলেও মত তার।

রাজনৈতিক দলগুলোর মাঝে “অনৈক্য নাই” উল্লেখ করে তিনি বলেন, “স্বার্থের সংঘাত আছে।”

“প্রত্যেকটা দলের নিজস্ব মতাদর্শ আছে। যার যার মতাদর্শ থেকে কথাবার্তা বলে যাচ্ছে। এটিকে অনৈক্য বলবো না আমি। তবে যদি অনৈক্য কেউ বলে, তাহলে আমি এটিকে এমন করে বলবো… এমন সময় যদি কখনও আসে, যাতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, তখন সবাই এক হয়ে যাবে। এখানে কোনও ভুল হবে,” বলে জানান বিএনপি’র এই সিনিয়র নেতা।

দলীয় আদর্শের কারণে এখন সবাই আলাদা আলাদা কথা বলতেই পারে। “কিন্তু যখন প্রয়োজন হবে, তখন বাংলাদেশের জনগণ এক হয়ে যাবে,” আবারও উল্লেখ করেন মির্জা আব্বাস।


নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ