শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মায়ের মৃত্যু
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
২৮-০৩-২০২৫ ০৪:১০:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৩-২০২৫ ০৪:১০:৫৫ অপরাহ্ন
দিনাজপুরের বীরগঞ্জে ছয় বছরের শিশু কন্যাকে সঙ্গে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে ‘আত্মহত্যা’ করেছেন এক মা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলার দূলর্ভপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের রতন চন্দ্র রায়ের স্ত্রী ববিতা রানী (২৫) ও তার মেয়ে তন্বি রানী (৬)।
মা-মেয়ের লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা এবং পুলিশ জানায়, সন্ধ্যার সময় মা ববিতা রানী ও তার মেয়ে তন্বি রানী রায়কে নিয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। এসময় বাড়ির লোকজন দেখতে পেয়ে তাদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসক মা-মেয়েকে মৃত ঘোষণা করেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যু হয়েছে এটা আমার জেনেছি। কিন্তু কি কারণে গ্যাস ট্যাবলেট খেয়েছে তা এখনো জানতে পারিনি। মা-মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছি।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স