ফরিদপুরে বাস উল্টে খাদে, নিহত বেড়ে ৫
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
০৮-০৪-২০২৫ ০২:৩৭:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৪-২০২৫ ০২:৩৭:০৫ অপরাহ্ন
যাত্রীবাহী বাস
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে করিমপুর হাইওয়ে পুলিশ ও হাসপাতাল সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে। এর আগে বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের জোবায়দা করিম জুট মিলের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
মাদারীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশের কন্ট্রোল রুমের দ্বায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা দুপুর ২টার দিকে বলেন, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাস বাখুন্ডা জোবায়দা করিম জুটমিলের পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান বলেন, বাস দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে প্রথমে চারজকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা ছিল গুরুতর। দুপুরে সেই ব্যাক্তিও মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স