সোহরাওয়ার্দীতে জমায়েত ঘিরে পতাকা-টিশার্ট বিক্রির ধুম
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১২-০৪-২০২৫ ০২:১২:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৪-২০২৫ ০২:১২:৫১ অপরাহ্ন
সোহরাওয়ার্দীতে জমায়েত ঘিরে পতাকা-টিশার্ট বিক্রির ধুম
ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। বিকেল ৩টায় এই গণজমায়েত শুরু হওয়ার কথা রয়েছে। তবে এতে অংশ নিতে সকাল থেকেই দলে দলে উদ্যানে আসছেন অসংখ্য মানুষ। এদিকে এই জমায়েত ঘিরে উদ্যানের আশপাশে জমে উঠেছে পতাকা, মাথার ব্যাজ ও টি-শার্ট বিক্রি। আর আগ্রহ নিয়েই সেসব কিনছেন আগত অনেকেই।
ফিলিস্তিনের প্রতিটি পতাকা আকারভেদে বিক্রি হচ্ছে ১২০ থেকে ৩০০ টাকায়। মাথার ব্যাজ বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকায়। আর টি-শার্ট বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
তেমনি এক পতাকাওয়ালার কাছ থেকে ফিলিস্তিনের পতাকা কিনেছেন রাসেল আহমেদ নামে একজন। তিনি বলেন, ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করতেই পতাকা কিনলাম। ছোট-বড় বিভিন্ন সাইজের পতাকা রয়েছে, আমি বড়টাই কিনেছি।
টি-শার্ট ও মাথার ব্যাজ কিনেছেন আল আমিন। তিনি বলেন, যেহেতু ফিলিস্তিনের জন্য আয়োজিত সমাবেশে অংশ নিচ্ছি, তাই তার অংশ হতেই টি শার্ট, ব্যাজ কেনা। যেন মনে হয় আমি নির্যাতিত ফিলিস্তিনরই একজন।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স