সোহরাওয়ার্দী ঘিরে সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১২-০৪-২০২৫ ০২:১৫:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৪-২০২৫ ০২:১৫:৫৫ অপরাহ্ন
সোহরাওয়ার্দী ঘিরে সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় শনিবার সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। কর্মসূচির নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে কাজ করছেন পুলিশের অতিরিক্ত সদস্যরা।
শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, বাংলামোটর, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর ও মৎস্য ভবন এলাকা জুড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট। দর্শনার্থীদের তল্লাশি করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, নিরাপত্তার অংশ হিসেবে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। মাঠে রয়েছে ডিবি ও র্যাব সদস্যরাও। কর্মসূচি ঘিরে সাদা পোশাকে পুলিশের একাধিক দল গোয়েন্দা নজরদারি চালাচ্ছে।
ডিএমপির রমনা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা সবার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছি। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। তবে আমরা সতর্ক আছি।
সার্বিকভাবে, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি রয়েছে।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, একটি বড় জমায়েত অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। সেই লক্ষ্যে আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি এবং মাঠ পর্যায়ে কাজ করছি। এ ছাড়া ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণেও ট্রাফিক পুলিশ সদস্যরা সক্রিয় রয়েছে। অন্যদিকে কর্মসূচি ঘিরে সকল বিষয়ে মাথায় রেখে আমাদের কার্যক্রম চলছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স