গাজীপুরের শ্রীপুর উপজেলায় চায়না-৩ জাতের লিচুর বাম্পার ফলন হয়েছে, যা কৃষকদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে, এবার ৭৩০ হেক্টর জমিতে লিচু চাষ করা হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,৮৯০ মেট্রিক টন ।
তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের লিচু চাষি মানিক মিয়া জানান, প্রাকৃতিক দুর্যোগ না থাকায় লিচুর ফলন ভালো হয়েছে। তিনি গত বছর লিচু বিক্রি করেছিলেন ২ লাখ ৫০ হাজার টাকার, এবার আশা করছেন ৩ লাখ ৫০ হাজার টাকার লিচু বিক্রি করতে ।
শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খণ্ড ৬ নম্বর ওয়ার্ডের জালাল ফরাজি বলেন, এবার লিচুর বাম্পার ফলন হয়েছে এবং দামও ভালো পাওয়া যাচ্ছে। তিনি ২৫টি গাছের লিচু বিক্রি করেছেন ১ লাখ ৬০ হাজার টাকায় ।
শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা জানান, কয়েক বছর ধরে কৃষকদের লিচু চাষে উদ্বুদ্ধ করায় বাণিজ্যিকভাবে লিচু চাষ বৃদ্ধি পেয়েছে। এবার তীব্র দাবদাহ থাকা সত্ত্বেও লিচুর ভালো ফলন হয়েছে ।
শ্রীপুরের লিচুর স্বাদ ও মানের কারণে এর চাহিদা দেশজুড়ে রয়েছে। কৃষকরা স্থানীয় বাজারে লিচু বিক্রি করছেন, আবার অনেকে ভালো দাম পাওয়ার আশায় রাজধানীতেও নিয়ে যাচ্ছেন ।