ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ কি চালু আছে

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১১-০৮-২০২৪ ০৬:৩৫:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ১১:২৪:২৩ অপরাহ্ন
জাতীয় জরুরি সেবা ৯৯৯ কি চালু আছে
বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর হলো ৯৯৯। যেকোনো দুর্ঘটনার মুখোমুখি হলে জরুরি সেবা পেতে দেশের যেকোনো স্থান থেকে যে কেউ এই নম্বরে ফোন করতে পারেন। বাংলাদেশ পুলিশের অধীন এই কল সেন্টার পরিচালিত হচ্ছে।

 এই নম্বরে ফোন করে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা কিংবা এ-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। দিন–রাত ২৪ ঘণ্টা এ কল সেন্টার চালু থাকে। যেকোনো ফোন থেকে বিনা মূল্যে ৯৯৯ নম্বরে কল করা যায়। 

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত সোমবার পদত্যাগ করে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা সরকারের পতনের পর কি ৯৯৯ চালু রয়েছে?

৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত সারা দেশে যেহেতু পুলিশ বাহিনীর সদস্যরা পুরোপুরি কর্মস্থলে ফেরেননি, তাই ৯৯৯ কল সেন্টারের সেবা স্বাভাবিক অবস্থায় নেই। গতকাল শনিবার ও আজ রোববার বেশ কয়েক দফা কল দেওয়া হয় ৯৯৯ নম্বরে।

 কল করার পর প্রতিবারই এই নম্বর থেকে যে উত্তর শোনা যায় তা হলো, ‘আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের সকল এজেন্ট এখন ব্যস্ত থাকায় আপনার কলটির উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে অপেক্ষা করুন অথবা কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।

কিছুক্ষণ পরপর চেষ্টা করেও এই উত্তর পাওয়া গেছে।এ ব্যাপারে জাতীয় জরুরি সেবা হেল্প ডেস্ক ৯৯৯-এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ আজ বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা শুধু জিডি (সাধারণ ডায়েরি) নিতে পারছি, আর কিছু করতে পারছি না।

 আমাদের (পুলিশের) টহল নেই। আমরা সব সেবা দিতে পারছি না। এগুলো যদি চালু না হয়, কোনো সেবাই ঠিকঠাক দিতে পারব না।’

৯৯৯ জাতীয় জরুরি সেবা হেল্প ডেস্কে ফোন করে সুনির্দিষ্ট তথ্য দিতে হয়। কোনো দুর্ঘটনা হলে ঘটনাস্থলের নাম, সড়ক নম্বর, বাড়ি নম্বর উল্লেখ করুন। অপরাধীকে দেখে থাকলে তার চেহারার বর্ণনা দিন, যতটা মনে থাকে। অপ্রাসঙ্গিক কথা-আবেগ নিয়ন্ত্রণ করুন।
 অযথা এই নম্বরে ফোন করলে আপনার নম্বর ব্লক করে দিতে পারে। গত কয়েক দিন ধরে এই সেবা স্বাভাবিক অবস্থায় 

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ