গত ৯ জুলাই বিকেলে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯)-কে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ভয়াবহ এ দৃশ্য মোবাইল ক্যামেরায় ধারণ হয়ে দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক রাস্তায় ফেলে নির্দয়ভাবে সোহাগকে মারধর করছে এবং মাথায় পাথর নিক্ষেপ করছে।
পরে পুলিশের অভিযান চালিয়ে ৪ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত এবং স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে ওঠা একটি সন্ত্রাসী গোষ্ঠী এতে জড়িত বলে ধারণা করছে তারা।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। টিএসসি ও কাঁঠালতলা থেকে বের হওয়া মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা “চাঁদাবাজদের বিচার চাই”, “খুনিদের ফাঁসি চাই” ইত্যাদি স্লোগানে রাস্তায় নেমে আসে।
বুয়েট, রাবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে নানা রকম প্রতিবাদ দেখা গেছে। অনেকে সামাজিক মাধ্যমে বিচার দাবিতে পোস্ট দিচ্ছেন, মানববন্ধনের ডাক দিচ্ছেন।