রংপুর জেলার আটটি থানার অব্যাহত নিয়মিত অপারেশনাল কার্যক্রমে গতিশীলতা আনায়ন
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১২-০৮-২০২৪ ০২:৩৮:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৮-২০২৪ ০২:৩৮:১৯ অপরাহ্ন
রংপুর জেলার সম্মানিত নাগরিকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ১২ আগষ্ট ২০২৪খ্রিঃ রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় রংপুর জেলার আটটি থানার অব্যাহত অপারেশনাল কার্যক্রমকে আরো গতিশীল করা হয়েছে ।
থানায় আগত সেবাপ্রার্থীদের জিডি, লিখিত অভিযোগ ও মামলা গ্রহণসহ সার্বিক কার্যক্রম অব্যাহত আছে। তদানুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। থানার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে থানা পুলিশের মোবাইল টিম টহল দিচ্ছে।
সর্বসাধারণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার প্রত্যয়ে নিষ্ঠা , দক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে পুলিশ আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত । রংপুর জেলা পুলিশের সিনিয়র অফিসারগণ সরেজমিনে বিভিন্ন ইউনিটসমূহ পরিদর্শন করে অফিসার-ফোর্সদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন।
রংপুর জেলার প্রত্যেকটি থানা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রংপুর জেলা পুলিশ অঙ্গীকারাবদ্ধ। এজন্য আপনার এলাকার যে কোন ধরণের অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স