ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আপিল বিভাগে ৪ বিচারপতি নিয়োগ

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১২-০৮-২০২৪ ১১:১৯:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ১১:২১:১৫ অপরাহ্ন
আপিল বিভাগে ৪ বিচারপতি নিয়োগ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের চারজন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১২ আগস্ট) রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে এ নিয়োগ দিয়েছেন বলে আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।

এই নিয়োগ শপথ নেওয়ার তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।শনিবার (১০ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন ওবায়দুল হাসান।

 এরপরই আপিল বিভাগের ৫ বিচারপতি পদত্যাগপত্র জমা দেন
তারা হলেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

ওইদিন রাতেই বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাকে এ পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।পরে রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ সীমিত আকারে পরিচালনার জন্য আটটি বেঞ্চ গঠন করেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

 সোমবার (১২ আগস্ট) থেকে ওইসব আদালতে বিচারকাজ চলবে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ