ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দাবি ধর্ম মন্ত্রণালয়ের

কোটা আন্দোলনকে ‘সহিংসতা-সন্ত্রাস’ বলা চিঠিটি ভুলে জারি হয়

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১৩-০৮-২০২৪ ১২:৪০:২৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ১১:১৯:৪৫ অপরাহ্ন
কোটা আন্দোলনকে ‘সহিংসতা-সন্ত্রাস’ বলা চিঠিটি ভুলে জারি হয়
কোটাবিরোধী আন্দোলনকে সহিংসতা, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড বলা চিঠিটি ভুলে জারি করা হয়েছে বলে দাবি করেছে ধর্ম মন্ত্রণালয়। একই সঙ্গে চিঠিটি বাতিল করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) অধীন কয়েকটি দপ্তর ও সংস্থার কাছে পাঠানো চিঠিতে এ তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, ওয়াকফ প্রশাসক, হজ অফিসের পরিচালক এবং হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সচিবের কাছে চিঠি পাঠায় ধর্ম মন্ত্রণালয়।

চিঠিটির বিষয় ছিল, গত ১৬-২১ জুলাই পর্যন্ত কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে তথ্য সরবরাহ প্রসঙ্গে।

চিঠিতে বলা হয়, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশন থেকে পাওয়া চিঠি মোতাবেক গত ১৬-২১ জুলাই পর্যন্ত কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত ঘটনায় মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্ত এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ 

নিরূপণের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর/সংস্থা/ প্রতিষ্ঠানে সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ ও মূল্য সম্পর্কিত তথ্য নির্ধারিত ছকে ১৪ আগস্টের মধ্যে তদন্ত কমিশনের অস্থায়ী কার্যালয়ে পাঠানোর অনুরোধ করা হয়েছে। দপ্তর-সংস্থা প্রধানদের ক্ষয়ক্ষতির পরিমাণ ও মূল্য সম্পর্কিত তথ্যাদি নির্ধারিত ছকে ১৩ আগস্টের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়।কিন্তু ধর্ম মন্ত্রণালয়ের ওই চিঠি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। 

পরে মন্ত্রণালয় থেকে রাতে আরেকটি চিঠি জারি করা হয়। সেখানে বলা হয়, গত ১৬-২১ জুলাই পর্যন্ত সময়ে কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে তথ্য সরবরাহ প্রসঙ্গে শিরোনামে ভুলক্রমে জারি করা পত্রটি বাতিল করা হলো।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ