পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনী নিহত
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১৫-০৮-২০২৪ ১০:১৫:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৮-২০২৪ ১০:১৫:৫৩ অপরাহ্ন
নাবলুস (ফিলিস্তিনী অঞ্চল) ১৫ আগস্ট, ২০২৪ (বাসস ডেস্ক): ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় দুজন ফিলিস্তিনী নিহত হয়েছে। উভয়পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নাবলুস শরণার্থী ক্যাম্পের বালাটায় বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় ১৮ ও ২০ বছরের দুজন ফিলিস্তিনী নিহত এবং আরো সাতজন আহত হয়েছে। আহতদের একজনের অবস্থা আশংকাজনক।
ফিলিস্তিনের সরকারি ওয়াফা বার্তা সংস্থা থেকে বলা হয়েছে, আহতদের মধ্যে একজন নারী ও একজন শিশুও রয়েছে।
ড্রোন থেকে এ হামলা চালানো হয়েছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, হামলায় দুই জঙ্গী নিহত হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, নাবলুসে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় দায়িত্বরতদের জন্যে হুমকি সৃষ্টিকারী দুজন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে।
গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমতীরে সহিসংতা বেড়েছে। এ সময়ে ইসরায়েলি হামলায় অন্তত ৬২৭ ফিলিস্তিনী নিহত হয়েছে। এছাড়া এ সময়ে অন্তত ১৮ ইসরায়েলি প্রাণ হারিয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স