যাত্রাবাড়ীতে দুজনকে পিটিয়ে হত্যা
আপলোড সময় :
১৫-০৮-২০২৪ ১০:২১:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৮-২০২৪ ১০:২১:৫৮ অপরাহ্ন
রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ থেকে আজ বুধবার সকাল ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তাঁদের একজনকে তাৎক্ষণিকভাবে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় অন্যজনের মৃত্যু হয়।
এ দুজন হলেন সাইদুল ইসলাম ইয়াছিন (১৯) এবং সাইফ আরাফাত শরিফ (২০)। সাইদুল ইসলাম মাদ্রাসাশিক্ষার্থী বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, যাত্রাবাড়ী থানা এলাকায় দুজনকে পিটুনি দিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে তাঁরা পিটুনির শিকার হয়েছেন, সেটি তিনি জানাতে পারেননি। সাইদুলের মা শিল্পী বেগম বলেন, আজ সকালে সায়েদাবাদ এলাকায় তাঁর ছেলেসহ দুজনকে পিটিয়ে আহত করা হয়।
কয়েকজন তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে গিয়ে দেখেন, তাঁর ছেলেসহ দুজন মারা গেছেন। সাইদুলের মা বলেন, ইয়াছিন গতকাল মঙ্গলবার সকালে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। গতকাল রাতে তিনি মুঠোফোনে বলেছিলেন, যাত্রাবাড়ী এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন। রাতেও কাজ করবেন।
অন্যদিকে সাইফ আরাফাতের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তাঁর মানিব্যাগ থেকে তাঁর জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, তাঁর বাবার নাম কবির হোসেন ও মায়ের নাম মরিয়ম। বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কদমিরচর গ্রামে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স