ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে নতুন চুক্তি ম্যানইউর
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১৫-০৮-২০২৪ ১১:৪৬:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ১১:১৭:১১ অপরাহ্ন
ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ম্যানচেস্টার ম্যানইউনাইটেড। নতুন চুক্তি অনুসারে ২০২৭ পর্যন্ত ম্যানইউতে থাকবেন পর্তুুগিজ তারকা।
২০২০ সালের জানুয়ারিতে ৪৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে পর্তুগালের স্থানীয় ক্লাব স্পোর্টিং সিপি থেকে ম্যানইউতে যুক্ত হয়েছিলেন ফার্নান্দেজ। সাড়ে ৫ বছরের চুক্তির শেষে ২০২২ সালে ফের মেয়াদ বাড়ানো হয়। এই চুক্তি অনুসারে ২০২৬ সাল পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে থাকার কথা ছিল ফার্নান্দেজের।
ফার্নান্দেজ বলেন ম্যানইউর প্রতি আমার যে আবেগ আছে তা সবাই জানে। আমি দেখতে পাচ্ছি ভবিষ্যত কতটা ইতিবাচক হতে চলেছে এবং আমি এই দলকে এগিয়ে নিয়ে যেতে উপভোগ করছি।
আমি এই শার্টটি পরার দায়িত্ব ও তাৎপর্য বুঝি। এই অবিশ্বাস্য ক্লাবের প্রতিনিধিত্ব করার জন্য প্রয়োজনীয় উত্সর্গ এবং আকাঙ্ক্ষার মাত্রাও বুঝতে পারি।
ম্যানইউর হয়ে ২৩৪ ম্যাচ খেলেছেন ফার্নান্দেজ। পর্তুগিজ এই মিডফিল্ডার ৭৯ গোলের সঙ্গে ৬৭ অ্যাসিস্ট করেন।
২০২৩ সালে হ্যারি ম্যাগুইরের পরিবর্তে ম্যানইউর অধিনায়ক হয়েছিলেন ফার্নান্দেজ।সর্বশেষ মৌসুমে ম্যানইউকে আশানুরূপ ফলাফল এনে দিতে না পারায় কোচ এরিক টেন হাগের কঠোর সমালোচনা হয়েছিল।
টেন হ্যাগকে বরখাস্ত করার চিন্তাও করেছিল ক্লাবটি। যদিও শেষ পর্যন্ত সেটি হয়নি। কিন্তু নতুন সুযোগ পেয়ে সেই ফার্নান্দেজের উপর ভরসা রাখছেন টেন হ্যাগ।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স