ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা দক্ষিণ সিটির ভারপ্রাপ্ত প্রকৌশলী সাময়িক বরখাস্ত

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১৬-০৮-২০২৪ ০২:৩৩:৪৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ১১:১২:০৩ অপরাহ্ন
ঢাকা দক্ষিণ সিটির ভারপ্রাপ্ত প্রকৌশলী সাময়িক বরখাস্ত
কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের মুখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে তাঁকে সাময়িক বরখাস্ত করার কথা জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে অযোগ্যতা অদক্ষতা  দুর্নীতি দুর্ব্যবহার নিপীড়ন এবং অবাস্তব ও জটিল সিদ্ধান্তে সব উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে মর্মে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। 

এ–জাতীয় আচরণ  অদূরদর্শী ও নেতিবাচক কার্যক্রমের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে এবং তাঁরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে চাকরি থেকে অপসারণের দাবি উত্থাপন করেছেন। এই কর্মকর্তার অপসারণ না হওয়া পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি ঘোষণা করেছেন।

আদেশে আরও উল্লেখ করা হয়  উদ্ভূত পরিস্থিতিতে অফিসে আশিকুর রহমানের উপস্থিতি বা অবস্থান কিংবা চাকরিতে থাকলে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

 এই পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটির কর্মপরিবেশ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সুষ্ঠুভাব ও গতিশীলতা বজায় রাখতে হলে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর বিষয়ে তদন্তপূর্বক জরুরি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর দাখিলকৃত আবেদনে উল্লেখ করা হয়েছে।

আদেশে বলা হয় যেহেতু তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯–এর বিধি ৪৯ (ক) (খ) (গ) ও (ঘ) মতে যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা অসদাচরণ, অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে গুরুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করেছেন মর্মে বিশ্বাস করার যুক্তিসংগত কারণ রয়েছে  তাই দায়িত্ব পালনে অবহেলা  অসদাচরণ  অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে একই বিধিমালা ৫৫ (১) অনুসরণে আশিকুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ