পরিবেশবান্ধব সনদ পেল আরও দুই পোশাক কারখানা
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১৬-০৮-২০২৪ ০৩:০৯:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ১১:১১:৪৯ অপরাহ্ন
দেশের আরও দুটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে। কারখানাগুলো হলো আশুলিয়ার সাদাতিয়া সোয়েটার্স ও গাজীপুরের এক্সিকিউটিভ গ্রিনটেক্স লিমিটেড। এতে করে দেশে পরিবেশবান্ধব তৈরি পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা বেড়ে ২২৬-এ দাঁড়িয়েছে।
পোশাক কারখানা দুইটি যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে পরিবেশবান্ধব সনদ পেয়েছে।
এর মধ্যে আশুলিয়ার সাদাতিয়া সোয়েটার্স ৯১ নম্বর নিয়ে লিড প্লাটিনাম সনদ পেয়েছে। অন্যদিকে গাজীপুরের এক্সিকিউটিভ গ্রিনটেক্স ৬৯ নম্বর নিয়ে লিড গোল্ড সনদ অর্জন করেছে।
তৈরি পোশাকশিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় ১০০ পরিবেশবান্ধব কারখানার ৬০টি বাংলাদেশে।
সংগঠনটির তথ্যানুযায়ী তৈরি পোশাক ও বস্ত্র খাতে বর্তমানে লিড সনদ পাওয়া পরিবেশবান্ধব কারখানা বেড়ে হয়েছে ২২৬। তার মধ্যে ৮৯টিই লিড প্লাটিনাম সনদধারী।
এ ছাড়া ১২৩টি গোল্ড ১০টি সিলভার ও ৪টি কারখানা সার্টিফায়েড সনদ পেয়েছে।
বিশ্বের শীর্ষস্থানীয় ১০ পরিবেশবান্ধব কারখানার ৯টিই বাংলাদেশে। এর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি লাভ করেছে গাজীপুরের কোনাবাড়ীর এসএম সোর্সিং।
দেশের অন্য শীর্ষস্থানীয় পরিবেশবান্ধব কারখানাগুলো মধ্যে রয়েছে ময়মনসিংহের গ্রিন টেক্সটাইল গাজীপুরের নিট এশিয়া ও ইন্টিগ্রা ড্রেসেস নারায়ণগঞ্জের রেমি হোল্ডিংস ও ফতুল্লা অ্যাপারেলস গাজীপুরের লিডা টেক্সটাইল অ্যান্ড ডাইং ও লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ এবং মানিকগঞ্জের তারাসিমা অ্যাপারেলস।
পোশাকশিল্পের উদ্যোক্তা সাজ্জাদুর রহমান মৃধার হাত ধরে ২০১২ সালে দেশে পরিবেশবান্ধব কারখানার যাত্রা শুরু হয়।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স