ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যয় মওকুফের অনুরোধ

আপলোড সময় : ১৬-০৮-২০২৪ ০৫:০৮:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ১১:০৭:৪৩ অপরাহ্ন
আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যয় মওকুফের অনুরোধ
বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসার ব্যয় মওকুফের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্র জনতা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহকে তাদের বিল মওকুফ অথবা নূন্যতম বিল গ্রহণ করে ছাত্র জনতার অবদানের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য 

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।এতে আরও বলা হয়, সরকারি হাসপাতালে তাদের সব চিকিৎসা ব্যয় সরকারকে বহন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এরইমধ্যে বিভিন্ন বেসরকারি হাসপাতাল স্বপ্রণোদিত হয়ে বিল মওকুফ করায় অধিদপ্তর তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ