দিনাজপুরে ফুটবল খেলতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১৬-০৮-২০২৪ ০৮:৩১:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ১১:০৫:২১ অপরাহ্ন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলার সময় সামিউল ইসলাম (১০) নামের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) দুপুরে উপজেলার শালখুরিয়া বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত সামিউল শালখুরিয়া বেড়ামালিয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে এবং বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
নবাবগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার শালখুরিয়া ইউনিয়নের বেড়ামালিয়া প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ে বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চূড়ান্ত খেলা চলছিল।
খেলার সময় তিন শিক্ষার্থী একসঙ্গে ফুটবলে হেড করতে গিয়ে সজোরে ধাক্কা লেগে সামিউল অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স