ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের অনুষ্ঠানে মদ্যপানে নারীসহ দুইজনের মৃত্যু

আপলোড সময় : ১৬-০৮-২০২৪ ০৯:৪০:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ১১:০৪:৪৭ অপরাহ্ন
বিয়ের অনুষ্ঠানে মদ্যপানে নারীসহ দুইজনের মৃত্যু
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক বিয়ের অনুষ্ঠানে মদ্যপানে আদিবাসী নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার কুচদহ ইউনিয়নের পাঠকপাড়া গ্রামের একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। 

নিহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার খালিপপুর গ্রামের পেশকার আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫০) ও মিঠাপুকুর উপজেলার চকগোপালপুর গ্রামের শুকুপাহানের স্ত্রী শারতি পাহান (৪৮)। 
স্থানীয়রা জানায়,  মালভবানি টাটকপুর এলাকার এক আদিবাসীর মেয়ের বিয়ের আয়োজন চলছিল। অনুষ্ঠানে বাড়ির পাশে রাতের আঁধারে মদ্যপান করেন নিহতরা

 নেশাগ্রস্ত অবস্থায় ওই স্থানে থাকা একটি পরিত্যক্ত পানিভর্তি ডোবায় তারা পড়ে যান। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল হক জানান, ধারণা করা হচ্ছে তারা দুজনই মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় কুয়ায় পড়ে মারা গেছেন। তাদের মধ্যে ওই নারীর কাপড়ে পেঁচানো অবস্থায় একটি দেশীয় মদের বোতল উদ্ধার করা হয়েছে। 

উভয়ের পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ